দেশে চলমান বন্যার প্রভাব পড়েছে পাহাড়ি অঞ্চলে। বন্যার কারণে খাগড়াছড়ি কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য বিনামূল্যে সবজির চারা বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে প্রশিক্ষণ হলে আজ বৃহস্পতিবার সকালে বিরল বৃক্ষ ও নবান্ন কৃষি খামার যৌথ উদ্যোগে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতায় বিনামূল্যে সবজির চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক ড. মোহাম্মদ বাছিরুল আলম।
অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অফিসার মুক্তা চাকমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিরল বৃক্ষ ও নবান্ন কৃষি খামার পরিচালক মাহবুবুল ইসলাম (পলাশ)।
সিরাজগঞ্জের বিরল বৃক্ষ ও নবান্ন কৃষি খামার থেকে লাউ, মিষ্টি কুমড়া, ফুল কপি,বেগুনসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার চারা খাগড়াছড়ি বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের বিতরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com