ভারতের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দিল্লীর সুপ্রিম কোর্ট, সচিবালয় এবং লালকেল্লায় উঠেছে বন্যার পানি।
দেশটির আবহাওয়া অফিস আগামী চার থেকে পাঁচদিন বৃষ্টিপাতের আশংকা করছে। দিল্লীর বিভিন্ন রাস্তা তলিয়ে যাওয়ায় যানজটে নাকাল হচ্ছেন বাসিন্দারা।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। জলপাইগুড়ির কিছু এলাকায় জলঢাকা ও তিস্তা নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে। পানিবন্দী আলিপুরদুয়ারের প্রায় দশ হাজার মানুষ।
এমন পরিস্থিতিতে রেড এলার্ট জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এদিকে, পাঞ্জাব এবং হরিয়ানার বন্যা কবলিত এলাকায় ত্রাণ কাজ দ্রুত গতিতে চলছে। আবহাওয়ার উন্নতি হওয়ায় দুই রাজ্যের কর্তৃপক্ষ ত্রাণ তৎপরতা জোরদার করেছে।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com