খাগড়াছড়ির কালাঢেবা ও বটতলী গ্রামের অতি ক্ষতিগ্রস্থ বন্যার্তদের মাঝে বিনামূল্যে ছাগল,ল্যাট্রিন ও নলকূপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে কাবিদাং আয়োজনে খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।
এসময় খাগড়াছড়ি কাবিদাং এর চেয়ার পার্সন চিংমেপ্রু মারমা'র সভাপতিত্বে কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমা, আর্দশ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অংপ্রু মারমা, মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার চাকমা।
BNF 'বাংলাদেশ এনজিও ফাউন্ডেশ অর্থায়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠী ২০ পরিবার মাঝে ৩২ টি ছাগল, ২টি ল্যাট্রিন ও ২টি নলকূপ বিতরণ করা হয়।
একে/অননিউজ24