রংপুর ১ আসনের কৃতি সন্তান, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা ভাজন রংপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব এ্যাডঃরেজাউল করিম রাজুর পক্ষ থেকে বন্যায় খতিগ্রস্ত বানভাসী মানুষের মাঝে আলমবিদিতর ইউনিয়নের চওড়া পাড়ায় শতাধিক পরিবারের মাঝে এাণ সামগ্রহী বিতরণ করে।
আয়োজনে গংগাচড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মানবতার ফেরীআলা আলমবিদিতর ইউনিয়নের নৌকা র্মাকার মনোনয়ন প্রাতাশী গরীব দুখি মেহনতী মানুষের পাসে থাকার একমত প্রকাশ করেছেন মোঃ আক্তারুজ্জামান (সুরুজ)।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মানবতার ফেরীআলা জননেতা বুলবুল আহমেদ, উপজেলার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পদক,মহৎ পেশার মহামানব(সাংবাদিক) আব্দুল মতিন (অভি)। আরো উপস্থিত ছিলেন,উপজেলার যুবলীগের আইকন বিপ্লবী সাধারণ সম্পাদক,জননেতা সাজেদুল ইসলাম (লুলু)যুবলীগের সহ-সভাপতি সায়েদুল হাসান (টিপু) উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,মামুনুর রশিদ (মামুন)গংগাচড়া উপজেলার ছাত্র লীগের সভাপতি, নয়ন সাধারণ সম্পাদক, জি এম শাহজালাল,শ্রমিক লীগ ও অন্যান্য নেতৃবৃন্দ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24.