সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
বন বিভাগের ভুমি জবরদখলের অভিযোগে বিট কর্মকর্তা মামুন মিয়ার দায়ের করা মামলায় ফেনী জেলার সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা রাসেল আমিন কে কারাগারে পাঠিয়েছেন আদালত।
তার সঙ্গে দেলোয়ার হোসোন ও মাহবুবুল হক মাহবুব নামে আরো দুইজনকে একই কারণে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে মাহবুবের মামলাটি ছিল সরকারি গাছ বিক্রির। ৭ সেপ্টম্বর বৃহস্পতিবার দুপুরে তারা আদালতে হাজীর হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়।
সোনাগাজী উপজেলা বনকর্মকর্তা বাবুল ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ