বরগুনায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঘরের উপর ভেঙ্গে পরা গাছ অপসারণের সময় ডাল ভেঙ্গে পরে আব্দুর রহমান বয়াতি (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা।
তিনি জানান, সোমবার দুপুরে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বয়াতি ওই এলাকার মৃত খুতি বয়াতির ছেলে।
জেলা প্রশাসনের সূত্রানুযায়ী জানা যায়, ঘুর্নীঝড় রেমালের আঘাতে জেলায় ৩৭ জন আহত হয়েছে। ৩৩৩৭ টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ১৩০৩৪ টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। পুরো জেলায় ১২ কিলোমিটার বেরিবাঁধ ভেঙ্গে গিয়েছে। যার কারণে ৩০০ গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। ৪১৫৭ হেক্টর মাছের ঘের পুকুর ভেসে গিয়েছে।
বিদ্যুৎ বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী বরগুনা জেলায় ৯০০র মতো খুঁটি পড়ে গিয়েছে, ২৫০টির মতো খুঁটি ভেঙ্গে গিয়েছে, ১২০০ মতো স্পটে বিদ্যুতের তারের উপর গাছ হেলে রয়েছে, এবং ৯০০ মতো স্পটে বিদ্যুতের তারের গাছ পড়ে তার ছিড়ে গিয়েছে। পুরো জেলায় ২ লাখ ৩১ হাজার মানুষ দুর্ভোগে আছে। সবকিছু সচল করতে প্রত্যেকটি উপজেলাতেই প্রশাসন কাজ করছে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24