বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান নশাকে বরগুনা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার (৩ নভেম্বর) রাতে বরগুনার টাউন হল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে বরগুনা থানা সূত্রে জানা গেছে।
বর্তমান অন্তবর্তীকালীন সরকার কে উৎখাত করার জন্য গত ১০ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পালটা অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে উৎখাত করার হুমকি দেন। সেই ষড়যন্ত্র হিসেবে ১২ আগস্ট জাহাঙ্গীর কবির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে এবং তা ভিডিওর মাধ্যমে সামাজিক জোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পরে।
এমন ঘটনা দেশের প্রচলিত আইন অনুসারে রাষ্ট্রদ্রোহিতার শামিল হওয়ায় বরগুনা থানায় গত ৭ অক্টোবর রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বরগুনা থানার উপ পরিদর্শক মো. শামীম দণ্ড বিধির ১২৪ ধারায় একটি মামলা দায়ের করেন। বরগুনা থানার মামলা নং ১০। এই মামলায় মনিরুজ্জামান নশার সম্পৃক্ততা থাকায় বরগুনা পুলিশ তাকে আটক করে।
এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন রাষ্ট্রদ্রোহী মামলায় সম্পৃক্ততা থাকায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান নশা নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24