গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে আরও দুই জনের মৃত্যু হয়েছেন। এ সময় নতুন করে ১৩৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছেন।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।
ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমির হোসেন (৭৫) ও ঝালকাঠি জেলার কীর্ত্তিপাশার মুক্তি (৫০)। তারা দুজনেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৪ হাজার ৭০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৯২৪ জন। বিভাগে এখন পর্যন্ত ১৬৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২৭ জন, ভোলা সদর হাসপাতালে দশজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে বারোজন, পটুয়াখালীর দুই হাসপাতালে আটজন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৭, পটুয়াখালীতে ১৩, পিরোজপুরে ৩৮, ভোলায় ৮ বরগুনায় ৭ এবং ঝালকাঠিতে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com