কুমিল্লার বরুড়া উপজেলার ভঙ্গুয়া ব্রিজ এলাকা থেকে দেশিয় পাইগান ও ২ রাউন্ড গুলিসহ মনির হোসনে (৩৮) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলশি।
শুক্রবার ভাের রাতে বরুড়া চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া ব্রিজের মুড়িয়ারাগামী সড়ক এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। মনির হােসনে বরুড়া ঝলম মােল্লাবাড়ির মৃত আবদুল মমিনের ছেলে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরােজ আহমেদ জানান, বরুড়া ঝলম ও চিতড্ডা ইউনিয়নসহ আশে পাশের এলাকায় সন্ত্রাসী ডাকাতি,ছিনতাইসহ মাদকদ্রব্য বিক্রয় করত। চিতড্ডার ভঙ্গুয়া ব্রিজ্রের মুড়িয়ারাগামী সড়ক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গােপনসংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে মনিরডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশিয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বরুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডাকাত মনিরের গ্রেপ্তারের সংবাদে বরুড়ায় স্বস্তি ফিরে এসেছে।
ওসি ফিরােজ জানান, মনির ডাকাতের নামে ডাকাতি,ছিনতাইসহ বরুড়া থানায় ২১টি মামলা রয়েছে।
ফরহাদ/অননিউজ