বরুড়ায় এ এন এম মইনুল ইসলাম এর উদ্যোগে আওয়ামীলীগের ৭৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জহির হোসেন বরুড়া।।
বরুড়া উপজেলা ২৩-জুন রবিবার বিকাল তিনটায় বরুড়া উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয় (থানা রোডস্থ) বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫- তম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে সাবেক চার বারের এমপি মরহুম আব্দুল হাকিম এম এ সাহেবের সুযোগ্য পুত্র সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলামের নেতৃত্বে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দলীয় অফিসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলাম, সভায় সভাপতিত্ব করেন আলি আজ্জম মেম্বার, আর উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগের নেতা মোঃ আব্দুল হাকিম, পৌরসভা আওয়ামী লীগ নেতা পংকজ গোস্বামী, বক্তব্য রাখেন বরুড়া পৌরসভা ০৩-নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহজাহান, ০১-নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন, সঞ্চালনায় ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী মোঃ বিল্লাল হোসেন, আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ ওমর ফারুক মোল্লা, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোঃ কবির হোসেন খাঁন, আওয়ামীলীগ নেতা মোঃ আবু হানিফ, গালিমপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা এড. মাহবুব আলম, খোশবাস দঃ ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোঃ কামাল হোসেন মেম্বার,শিলমুড়ী উত্তর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ গোলাম জিলানী মাসুম, খোশবাস উত্তর ইউনিয়নের আওয়ামীলীগের নেতা মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী, ভবানীপুর ইউনিয়নের আওয়ামীলীগের নেতা প্রভাসক মোঃ মোস্তাক আহমেদ, শিলমুড়ী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের নেতা প্রভাসক মোঃ আব্দুল জলিল, শিলমুড়ী উত্তর ইউনিয়নের আওয়ামীলীগের নেতা মোঃ ইব্রাহিম খলিল সাবেক মেম্বার, লুৎফুর মেম্বার সহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আওয়ামী লীগের সকল নেতা-কর্মী এবং সমর্থকরা শত প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগকে আজ মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছে। অথচ দুঃখের বিষয় বরুড়া আওয়ামীলীগের একাংশ আজ জামাত বিএনপির পৃষ্ঠপোষকতায় চলছে।তার জ্বলন্ত উদাহরন আপনারা দেখেছেন এবারের উপজেলা নির্বাচনে। বিএনপিকে প্রটোকল দেয়া হয়েছিলো আর যারা রক্তমাংসে আওয়ামীলীগ তাদেরকে নির্বাচনের আগের দিন থেকে তুলে নিয়ে চান্দিনা থানা, লাকসাম থানায় আটকে রাখা হয়েছিলো। তাদের কাউকে ছাড়া হয়েছিলো নির্বাচনের দিন রাতে, কাউকে ছাড়া হয়েছিলো নির্বাচনের পরদিন। বরুড়া উপজেলা আওয়ামীলীগকে ধ্বংস করে জামায়াত বিএনপি সমর্থনপুষ্ঠ হাইব্রিড আওয়ামীলীগ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। আজ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বরুড়া আওয়ামীলীগের আকুল আবেদন, এই বরুড়ায় জামায়াত বিএনপির সমর্থনপুষ্ঠ আওয়ামীলীগ প্রতিষ্ঠা করে মূল আওয়ামীলীগকে যেন ধ্বংস করতে না পারে আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি। আপনি আমাদের বরুড়া আওয়ামীলীগকে রক্ষা করুন।