বরুড়া উপজেলা চত্বরে নানা আয়োজনে মধ্যে দিয়ে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি)বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এবং মারমা মং এ উৎসবটি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলা,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এবং মারমা মং, বরুড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন,বরুড়া উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওসমান গণি সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।উৎসবে ৯টি স্টলে পুলি, ভাপা, পাটিসাপ্টা, জিরা পিঠা, ডালের পিঠা, জামাই পিঠাসহ নানা ধরনের পিঠা স্থান পায়। পরে একাডেমির শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়