সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের ৯ ওয়ার্ডে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শাকপুর ইউনিয়নের বেকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ বিল্লাল হোসেন।
শাকপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মোঃ ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার মির্জার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন, ইউপি মেম্বার কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মোল্লা, ফজলুল হক পাটোয়ারী, দপ্তর সম্পাদক আনিছুর রহমান সোহেল, সহ সভাপতি প্রলয় চন্দ্র সরকার, প্রচার সম্পাদক আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সালামত উল্লাহ খন্দকার, পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী মোঃ জামাল হোসেন, আড্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন, গালিম পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, ভাউকসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, আদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল পাটোয়ারী, শাকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন তালুকদার প্রমুখ।
এসময় শাকপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জয়নাল আবেদীন, যুবলীগ নেতা আতিকুল ইসলাম, মাইন উদ্দিন, আবু নোমান, টিুটু, আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা মোহাম্মদ রবিন, রাসেল, ফয়সাল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন।