বরুড়ার উপজেলার ঝলম ইউনিয়নের ঝলম উত্তর বাজারে চিতড্ডা সড়কের বিদ্যুৎ পিলার সংলগ্ন ঝোঁপ থেকে একটি পাইপগান মেশিন উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।বৃহস্পতিবার(২৫ নভেম্বর) বুধবার দিবাগত রাত ৩টায় বরুড়া থানার চৌকস অফিসার এসআই মিজানুর রহমান,এসআই চন্দন,এসআই আনিস সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে পাইপগান মেশিন উদ্ধার করেছেন।
তবে তাৎক্ষনিক কাউকে আটক করা যায়নি।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে এসআই মিজানুর রহমান,এসআই আনিসুর রহমান ও এসআই চন্দন ঝলম বাজারে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ঝলম উত্তর বাজারের চিতড্ডা সড়কে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা লাল ব্যাগটি ফেলে পালিয়ে যায়।এ সময় লাল ব্যাগ থেকে পাইপগান মেশিনটি পুলিশ উদ্ধার করে।
এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান বলেন, তাৎক্ষনিক কাউকে আটক করা যায় নি।তবে যারাই অস্ত্র রেখেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে "।
আয়েশা আক্তার/অননিউজ24