খাগড়াছড়ি প্রতিনিধি।।
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি পর্যটন মোটেলের সহযোগিতায় পরিষদ প্রাঙ্গণ থেকে বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ করে পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রæ চৌধুরী অপু। র্যালী শেষে খাগড়াছড়ির ঐতিহ্যবাহী আনন্দ নৃত্য পরিবেশন করা হয়।
পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মুনতাসির জাহান, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়া, নিলোৎপল খীসা, এমএ জব্বার, হিরন জয় ত্রিপুরা, ক্যজরী মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহসহ সরকারী বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ