বসন্ত বরণে পিঠা উৎসব ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেছিল 'কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ'। নানান রঙের শাড়ি-পাঞ্জাবি পরে শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে পা রাখতেই চারদিকে ছড়িয়েছে উৎসবের আমেজে।
আজ পহেলা ফাল্গুন কলেজের হৃদয়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনের চত্বরে বর্নিল সাজে প্রত্যেক বিভাগের নিজ নিজ ব্যবস্থায়, বসেছে প্রায় ২৫টি পিঠা স্টল।
বাঙালি ঐতিহ্যের ভাপা, চিতই, পাটিসাপটা, নকশা, পাকন, ফুল, দুধপুলি ও চন্দ্রপুলিসহ প্রায় অর্ধশতাধিক পিঠার পসরা সাজিয়ে বসেন কলেজের শিক্ষার্থীরা।
বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন পরিচালনা কমিটির আহবায়ক মোসা. আমেনা বেগমের সভাপতিত্বে আয়োজিত উৎসবের উদ্বোধন করেছেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।
এসময় বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন।
পরে পিঠা স্টলগুলো পরিদর্শন করে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান কলেজের অধ্যক্ষ।
অনুষ্ঠানে বসন্তের বন্দনায় পরিবেশন করা হয় নৃত্য, নাচ, গান, বিতর্ক ও নাটক।
অনুষ্ঠান শেষে স্টলে পিঠা সাজানো ও পরিবেশনায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।