পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আগামী বর্ষা মৌসুমের আগেই মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নির্মাণ কাজ শুরু হবে। বাঁধ নির্মাণে সমীক্ষা শেষ হয়েছে আগামী দুই মাসের মধ্যে এ প্রকল্প একনেকে উপস্থাপনের চেষ্টা করা হবে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই এখানে কাজ শুরু করতে পারব বলে আশাবাদী। এ প্রকল্পের কাজ যেন সঠিকভাবে হয় সেজন্য কাজ চলাকালীন সময়ে সবাই দৃষ্টি রাখবেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। উজানে বর্ষা হলেই আমরা প্লাবিত হই। ভাটির দেশ হিসেবে আমাদের বাপ-দাদারাও এই ধরনের বন্যা দেখেছে। আমরাও দেখছি। আবার পরবর্তী প্রজন্মও এই বন্যা দেখে যাবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর হয়েছে। ২০৪১ সালের মধ্যে আমরা সমৃদ্ধশালী দেশে পৌঁছাবো।তিনি বলেন, দেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ায় এখন বড় বড় প্রকল্প নিতে পারি। স্থানীয় সংসদ সদস্যের অনুরোধে আমি মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে এসেছি। দুর্দশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেই লক্ষ্যে এখানে এসেছি।এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরি নাসিম, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভুঁইয়া, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24