ভুটানের রাজকীয় সরকার পর্যটন বিভাগ বাংলাদেশি পর্যটকদের জন্য ফি কমিয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের দেশটিতে যাওয়ার সময় টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে প্রতি বছর ১৫ মার্কিন ডলার দিতে হবে। আর প্রতি বছর ১৫ হাজার বাংলাদেশি পর্যটক ভুটানে যেতে পারেন।
ভুটানের পর্যটন বিভাগের বরাতে আজ সোমবার (৩ জুন) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল রোববার থেকে এ নীতিমালা কার্যকর হয়েছে।
দেশটির পর্যটন বিভাগ জানিয়েছে, বাংলাদেশি পর্যটকদের জন্য নির্ধারিত ফি’র পরিমাণ ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফি’র সমান।
২০২২ সালে এসডিএফ নামে পর্যটকদের জন্য ২০০ ডলার ফি আরোপ করে ভুটান সরকার। এই ফি গত বছর কমিয়ে ১০০ ডলার করা হয়। বাংলাদেশি পর্যটকদেরও এ ফি দিতে হতো। তবে ভারতের পর্যটকদের জন্য এই ফি ছিল ১৫ ডলারের মতো। বাংলাদেশিদের জন্যও সে ফি কমিয়ে এখন ১৫ ডলার করা হলো।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24