নানা নাটকীয়তার পরে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
বিশ্বকাপে অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হাসান শান্ত। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তাসকিন আহমেদ। এছাড়াও ফর্মহীনতায় ভুগলেও লিটন দাসকে নিয়েই দল ঘোষণা করেছে বিসিবি।
১৫ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। তার পরিবর্তে বিশ্বকাপ দলের সঙ্গে উড়াল দিচ্ছেন তানজিম হোসেন সাকিব।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হোসেন সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
রিজার্ভ খেলোয়াড় হিসেবে যাচ্ছেন পেসার হাসান মাহমুদ ও ব্যাটার আফিফ হোসেন ধ্রুব।