সম্প্রতি ভারতের জনপ্রিয় টিভি অনুষ্ঠান দ্য কপিল শর্মা শোতে সিনেমার প্রচারণায় এসেছিলেন নোরা ফাতেহি। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি জানান, নিজের প্রথম সিনেমার শুটিংয়ে বাংলাদেশে এসেছিলেন তিনি।
বাঘের গল্প নিয়ে করা ওই সিনেমার শুটিং হয়েছিল ম্যানগ্রোভ বন সুন্দরবনে। শুটিং চলাকালে তার সঙ্গে অভদ্র আচরণ করেন এই সিনেমারই আরেক শিল্পী। পরে বাদানুবাদের এক পর্যায়ে সেই সহকর্মীর হাতে থাপ্পড় খেয়েছিলেন তিনি।
ওই সহশিল্পীর নাম না বললেও নোরা জানান, সহকর্মী বাজে আচরণ করায় প্রথমে তিনি থাপ্পড় দেন। জবাবে তিনিও থাপ্পড় খেয়েছিলেন। শুধু তাই নয়, তাদের মধ্যে সেদিন নাকি চুল ধরে টানাটানিও হয়েছিল। পরে পরিচালকের হস্তক্ষেপে তাদের ঝগড়া থেমেছিল। অবশ্য সেই সহকর্মীর বাংলাদেশের নাকি ভারতের—তা জানাননি।