"ধর্ম যার যার-রাষ্ট্র সবার"- শ্লোগান সামনে রেখে বুধবার (১৭ মে) দুপুরবেলা কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ভবনের ৪র্থতলাস্থিত লাইব্রেরীতে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা বার শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর স্পেশাল পিপি এড. প্রদীপ কুমার দত্তের সভাপতিত্বে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা বার শাখার পূর্ণাঙ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা বার শাখার নবগঠিত কমিটির নবনির্বাচিত সভাপতি এড. প্রদীপ কুমার দত্ত (১), সহ-সভাপতি এড. বিকাশ চন্দ্র সাহা, মুক্তিযোদ্ধা এড. নিরঞ্জন সরকার (শান্তি), মুক্তিযোদ্ধা এড. চন্দন কুমার দেব, এড. রতন কুমার দাস, এড. রত্না রাণী দেব, এড. স্বর্ণকমল নন্দী পলাশ ও এড. মানিক চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক এড. সুবীর নন্দী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এড. অমিত কুমার সিংহ, এড. নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন, এড. জয়দেব চন্দ্র সাহা, এড. সঞ্জয় সরকার, এড. সঞ্জীবন পাল ও এড. তাপস চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক এড. কৌশিক সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক অমিতাভ ঘোষ, কোষাধ্যক্ষ এড. সজল চন্দ্র পাল, যুগ্ম কোষাধ্যক্ষ এড. প্রেমানন্দ গোস্বামী, দপ্তর সম্পাদক এড. সুমন আচার্য্য, সহ-দপ্তর সম্পাদক এড. উর্মিলা দাস কাকন ও এড. অনিকেত রায় নন্দী, আইন বিষয়ক সম্পাদক এড. রতন চক্রবর্তী (অন্তর), সহ-আইন বিষয়ক সম্পাদক এড. বিমল কৃষ্ণ দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদিকা এড. সংগীতা চক্রবর্তী, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা এড. তিথি রাম, মানবাধিকার সম্পাদক এড. দিবস জ্যোতি বড়ুয়া, সহ-মানবাধিকার সম্পাদক এড. বলরাম চক্রবর্তী, সাংস্কৃতিক ও আমোদপ্রমোদ সম্পাদক এড. দীলিপ কুমার দেবনাথ, সহ-সাংস্কৃতিক ও আমোদপ্রমোদ এড. নির্মল গোস্বামী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. সুরঞ্জিত পাল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. গোপাল চন্দ্র নন্দী এবং কার্যনির্বাহী সদস্য এড. তাপস কুমার বকসী, এড. ননী গোপাল বাড়ৈ, এড. অজয় কুমার দাশ, এড. শুভঙ্কর দাসগুপ্ত (মিঠু), এড. পার্থ চক্রবর্তী, এড. পারিজাত চন্দ্র সাহা ও এড. সুমন চন্দ্র দাশ। এ ছাড়াও উপদেষ্টা মন্ডলীর সদস্য কুমিল্লা জেলা জিপি এড. তপন বিহারী নাগ, সিনিয়র এড. অধির রঞ্জন ঘোষ, এড. অজিত কুমার চৌধুরী, এড. সাধন চন্দ্র দত্ত, এড. গৌতম কুমার রায়, এড. বিমল চন্দ্র সাহা, এড. অজয় কৃষ্ণ পাল, এড. দীলিপ কুমার চন্দ, এড. নিতাই চন্দ্র দাশ, এড. সুবীর কান্তি চক্রবর্তী, এড. বাবুল চন্দ্র সাহা, এড. প্রদীপ কুমার দত্ত (২), এড. স্বপন কুমার দেব, এড. শ্যামলী পাল ও এড. স্বপন চন্দ্র দেবনাথ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এড. সুবীর নন্দী বাবু।
ওই অনুষ্ঠানে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত ট্রেজারার এড. নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন ও লাইব্রেরি সেক্রেটারি এড. সঞ্জয় সরকার এবং নবীন আইনজীবীগণকে ফুলেল শুভেচ্ছা জানান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।
অপরদিকে, "ধর্ম যার যার-রাষ্ট্র সবার"- এ শ্লোগান সামনে রেখে আসছে ১৯ মে (শুক্রবার) সকাল ১০টায় ঢাকা সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়াম শহীদ সফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ এর ত্রি-বার্ষিকী সম্মেলন-২০২৩ ও জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ওই সম্মেলনে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা বার শাখার সকল নেতা-কর্মীকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা বার শাখার এড. প্রদীপ কুমার দত্ত ও সাধারণ সম্পাদক এড. সুবীর নন্দী বাবু।
শান্ত/অননিউজ