ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের ”শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২১”। শনিবার ০২ অক্টোবর নগরীর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি মিলনায়তন অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আজিজুল বারী। সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জনাব জামিল আহমেদ।
সম্মেলনে ময়মনসিংহ বিভাগের জুন/২০২১ ভিত্তিক সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে সার্বিক পর্যালোচনা হয়। ব্যাংকের নির্বাহীগণ চলমান অর্থবছরের ঋণ আদায়-বিতরণ, শ্রেণীকৃত ঋণ হ্রাস সহ সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগাধীন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, সকল মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক ও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এবং সকল শাখা ব্যবস্থাপকগণ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।