কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ৪৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার কাজী নজরুল মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ আলহাজ¦ জাহাঙ্গীর আলম সরকার এমপি। বিআরডিবির চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।
সহকারী পল্লী উন্নয়ন অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পল্লি উন্নয়ন অফিসার আব্দুল্লা আল মামুন, ধনিরামপুর মহিলা সমবায় সমিতির সভাপতি নুরজাহান বেগম।
অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, নবীপুর পশিম ইউনিয়নের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা বসির আহম্মেদ, সৈয়দ রাজিব আহম্মেদ,আওয়ামীলী নেত্রী জেবুন্নেছা জেবু, উপজেলা যুবলীগের আহবয়ক কমিটির সদস্য নুরুদ্দিন সরকার রিপন, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতিকুর রহমান হেলাল, সেচ্ছা সেবক লীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, জাকারিয়া সরকার, ইয়াসিন আরাফাত, বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে তিনজন সমবায়কে তাদের কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্বারক প্রদান করা হয়। তারা হলেন ধনিরামপুর মহিলা সমবায় সমিতির সভাপতি নুরজাহান বেগম, দৌলতপুর দক্ষিন কৃষক সমবায় সমিতির সভাপতি সফিকুল ইসলাম, সিদ্ধেশ্বরী কৃষক সমবায় সমিতির হুমায়ন কবির।
এফআর/অননিউজ