ডিম, মুরগি এবং খাদ্যের দাম নিয়ন্ত্রণে কর্পোরেট কোম্পানির প্রভাব কমানোর এখনই সময় বলে মন্তব্য করেছেন প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুল ইসলাম।
প্রান্তিক খামারী এক হও এক হও এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি ফোর পয়েন্ট রেস্টুরেন্টে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা আয়োজনে পরিচিতি সভায় অনুষ্ঠানে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম মল্লিক প্রধান অতিথি থেকে তিনি এ মন্তব্য করেন।
এসময় খাগড়াছড়ি জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠানে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে পরিচিতি সভায় অতিথি ছিলেন বাংলাদেশ প্রাজিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশন মহাসচিব সাইদুর রহমান সাঈদী, বাংলাদেশ কৃষি ব্যাংক খাগড়াছড়ি শাখার ম্যানেজার দেবাশী ত্রিপুরা, বাংলাদেশ প্রাপ্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মোছাঃ জোবেদা আক্তার,খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড সাধারণ সম্পাদক হুমায়ূন কবির পাটোয়ারী,খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতি সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হকসহহ ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীবৃন্দ ও খামারিরা উপস্থিত ছিলেন।