বাংলাদেশ ও বাহরাইনের ব্যাবসায়ীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ব্যাবসায়িক সংগঠন গঠনের লক্ষ্যে, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক "বাংলাদেশ বাহরাইন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি" নামের ছাড়পত্র দেয়া হয়েছে। বাহরাইনের বাংলাদেশী ব্যাবসায়ীদের সংগঠন "বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইন" এর প্রতিনিধি দল বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড: নজরুল ইসলাম এর সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ করে এবং আনুষ্ঠানিক ভাবে ছাড়পত্রের বিষয়টি অবহিত করে।
এর আগে প্রতিনিধি দলটি বাহরাইন চেম্বার অফ কমার্সের সি ই ও ড: আব্দুল্লাহ বাদের আল সাদা - এর সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ করে। এসময় একটি পরিপূর্ণ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি গঠনের পরবর্তী কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। বাহরাইনের বিশিষ্ট ব্যাবসায়ী হায়াতুল্লাহ মল্লিককে আহব্বায়ক ও আলাউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে “বাংলাদেশ বিসনেস কমিউনিটি বাহরাইন” গঠন করা হয় বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার ব্যাবসায়িক সম্পর্ক উন্নয়নের লক্ষে।