বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ রয়েছেন। রোববার (৯ নভেম্বর) দুপুর থেকে নিখোঁজ হন তিনি। সর্বশেষ তার অবস্থান মোবাইল ট্র্যাকিং অনুযায়ী রাজধানীর সায়েদাবাদ এলাকায় ওইদিন দুপুর ১২টা ৫৩ মিনিটে শনাক্ত হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি।

জানা গেছে, রোববার সকালে তিনি নিয়মিত অফিসে যোগ দেন। তবে দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বেরিয়ে যান। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি সহকর্মী এক কর্মকর্তাকে শেষবারের মতো একটি বার্তা পাঠান, যেখানে ছোট বোনের জন্য চাকরির অনুরোধ জানিয়ে লিখেছিলেন– ‘এটাই হয়তো আমার শেষ চাওয়া।’ এই বার্তাটি থেকে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

সহকর্মীদের বরাতে জানা গেছে, নাঈম রহমান দায়িত্বশীল ও শান্ত-স্বভাবের কর্মকর্তা হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। তার মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন এখন দারুণ উদ্বেগে অপেক্ষা করছেন। কেউ যদি তার কোনো খোঁজ পান, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।

ইতোমধ্যে নাঈম রহমানের নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য যাতায়াত পথ ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

সূত্রঃ daily jugantor
আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ