কুমিল্লায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের উদ্যেগে চৌদ্দগ্রাম উপজেলার চিওরা ইউনিয়নের নোয়াপুর গ্রামের ৫টি সদর দক্ষিনে ১৪টি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও কুমিল্লা ইউনিটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর সভাপতিত্ত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা রেডক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহি কমিটির সদস্য প্রফেসর রুহুল আমিন ভূইয়া, সহিদুর রহমান জুয়েল, আজীবন সদস্য কাজী ইকরাম হোসেন, জামাল হোসেন, আজীমুল আলম(আজম) এবং যুব প্রধান আল ইমরান প্রিন্স মাহমুদসহ যুব সদস্যরা। এছাড়াও উল্লেখ্য যে সদর দক্ষিন উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কুমিল্লা ইউনিটের সাধারন সম্পাদক আব্দুল হাই বাবলু অনুরূপ কার্যক্রমে স্থানীয়ভাবে অংশগ্রহন করেন।
ত্রাণসামগ্রী বিতরণ শেষে মফিজুর রহমান বাবলুর নেতৃত্বে কুমিল্লা সিটি কর্পোরেশন এ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের কোভিড -১৯ টিকা দান কেন্দ্র পরিদর্শন করেন সকল সদস্যরা।