জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সংগঠন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া জেলা সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, বুধবার সকালে কুষ্টিয়ার চৌড়হাঁসে জেলা সংসদের কার্যালয়ে কুষ্টিয়া জেলা সংসদের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সওজ'র কুষ্টিয়া সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ করিম। জেলা সংসদের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় সে সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, কুষ্টিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী পিয়াস কুমার সেন, প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, মোঃশাহে আলম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খন্দকার, সহ-সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শাহজালাল, দপ্তর সম্পাদক জাকির হোসেন দোলন, সহ প্রচার সম্পাদক আনোয়ারুল ইসলাম ভূঁইয়া,যুগ্ন সাধারণ সম্পাদক সরকারি গাড়ি চালক সমিতি আবুল কাশেম, আব্দুর রব, আব্দুর রশিদ মাঝি, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, জহুরুল হকসহ প্রমুখ।
মতবিনিময় সভায় কুষ্টিয়াসহ চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহের সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।