ব্রাহ্মণবাড়িয়ায় ‘বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন’ জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে পৌরশহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সম্মেলন কমিটির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন।
ত্রি বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান খান।
এতে বক্তব্য রাখেন মিষ্টি বেকারী সুইটমিট ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা, শ্রমিকদের ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরী, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান, নূন্যতম মূল মজুরী ২০ হাজার টাকা ঘোষণাসহ শ্রম আইন বাস্তবায়নের দাবি জানান। পরে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। এতে মোঃ ইলিয়াস চৌধুরী’কে সভাপতি ও মোঃ গিয়াস উদ্দিন পাঠান’কে সাধারণ সম্পাদক করা হয়।