পঞ্চগড় প্রতিনিধি।।
সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা আজ, একই সাথে আগামীকাল ছট পূজা উপলক্ষে টানা চারদেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দুইদিনের জন্য সকল প্রকার আমদানি- রফতানি বন্ধ রাখা হয়েছে।
রোববার (১২ নভেম্বর) সকালে বন্দরের আমদানি- রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই- খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন। তবে এসময়ে ইমিগ্রেসনের মাধ্যমে যাত্রীপারাপার স্বাভাবিক থাকবে।
তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা শ্যামাপূজা আজ। অপরদিকে সোমবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ছট পূজা। তাই উভয় দেশের ব্যবসায়ী- শ্রমিক ও বন্দর সংশ্লিষ্টদের সম্মতিতে রোববার ও সোমবার বন্দরের আমদানি- রফতানি কার্যক্রম দুই দিন বন্ধ রাখা হয়েছে। তবে আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে আবারো কার্যক্রম স্বাভাবিক হবে।
এফআর/অননিউজ