দেশের একমাত্র চতুদেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় বাংলাদেশী ট্রাকের ধাক্কায় মেহবুব রহমান ওরফে রাজেশ (৩৫) নামে এক ভারতীয় ট্রাক চালক গুরুত্বর আহত হয়েছেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ভারতের ফুলবাড়ি সীমান্ত হয়ে ভারতের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের ২য় গেটের ভিতরে অবস্থিত ৩য় ওয়েট স্কেল সংলগ্ন স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত মেহবুব রাহমান ভারতের শিলিগুড়ী শক্তিপুর এলাকার বাসিন্দা।
বন্দর সূত্রে জানা যায়, মেহবুব সকালে ট্রাক নিয়ে বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করেন। বাংলাবান্ধা স্থলবন্দরের ২য় গেইটের ভিতরে অবস্থিত ৩য় ওয়েট স্কেল সংলগ্ন স্থানে ট্রাক থেকে নেয়ে দারিয়ে ছিলেন। একসময় বাংলাদেশী পণ্যবাহি দারিয়ে থাকা এক ট্রাক বেগ দিতে গেলে চালক বুঝে উঠার আগেই পেছনে থাকা ভারতীয় চালককে ধাক্কা লেগে যায়। এতে সে গুরুত্বর ভাবে আহত হয়। পরে তাকে উপস্থিত অন্যান্য ড্রাইভার, বিজিবি - বিএসএফ ও স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য দ্রুত বাংলাবাংন্ধা জিরো পয়েন্ট দিয়ে ভারতের ফুলবাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভারতীয় ওই ট্রাক চালকের মৃত্যু হয়।
বাংলাবান্ধা স্থলবন্দরের বন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।