বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় ইমাম পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা এনামুল হক মুসা বলেছেন বাংলার জমিনে ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ফ্যাসিস্ট সরকারকে হটাতে ছাত্র-জনতার পাশাপাশি মাদরাসা ছাত্র ও আলেম ওলামারা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। নতুন বাংলাদেশে আলেম ওলামারা ঐক্যবদ্ধ থাকলে ইসলামি খেলাফত প্রতিষ্ঠা হতে বেশী সময় লাগবেনা। ইসলামি খেলাফত প্রতিষ্ঠা হলে বাংলাদেশ শান্তিময় দেশে পরিণত হবে। খেলাফতের দাওয়াত মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বুধবার সন্ধ্যায় ফেনী জেলার খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ও জাতীয় ইমাম পরিষদের সদস্যদের স্ত্রী ও সন্তানদের মাঝে উপহার বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাও. আবু বকর, খেলাফত মজলিসের সোনাগাজী উপজেলা সভাপতি মুফতি মাও. মাওলানা আবদুর রহমান, জাতীয় ইমাম পরিষদের ফেনী জেলা সহসভাপতি মাও. আমির হোসেন, সেক্রেটারি মাও. মামুনুর রশিদ, হাফেজ নুরুল আলম, মাও. আবদুল হালিম, মাও. এমদাদুল হক ও মাও. আহমদ উল্যাহ প্রমুখ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।