নানা আয়োজনে বর্ণিল সাজে পঞ্চগড়ে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষে বৃহস্পতিবার(১৪ এপ্রিল) সকালে কালেক্টরেট চত্তর থেকে জেলা প্রশাসকের আয়োজনে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে গিয়ে শেষ হয়। পরে দুপুর পর্যন্ত করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে শিশু আনন্দ মেলা, বাংলা নববর্ষ ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
শোভাযাত্রায় পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ. ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধান, বিকাশ বাংলাদেশ পঞ্চগড়ের নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধানসহ বিভিন্ন সরকারি সেরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com