আবহমান বাংলা সংস্কৃতির ঐতিহ্য নৌকা বাইচ রক্ষার জন্য ৩দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ বাইচ নৌকা সংরক্ষণ সংগ্রাম কমিটি।
সোমবার (২ অক্টোবর) দুপুরে এ দাবিতে সংগ্রাম কমিটি নড়াইল আদালত চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ বাইচ নৌকা সংরক্ষণ সংগ্রাম কমিটির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সংগ্রাম কমিটির নেতা নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান স্বপ্না সেন, শাহজাহান মৃধা সহ অনেকে। এ সময় নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে আগত বাইচের নৌকার মালিক ও মাঝি-মাল্লা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলা সংস্কৃতির ঐতিহ্য নৌকা বাইচকে রক্ষা করতে নৌকার মালিকদের নৌকা সংরক্ষণের জন্য বাংসরিক প্রণোদনা, মাঝি মাল্লাদের জমাবিহীন পেনশন স্কিম চালু, এবং মাঝি-মাল্লাসহ সকল শ্রমজীবী মানুষের জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com