বাংলা সংস্কৃতি বলয়’র প্রথম সংস্কৃতি হাটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ।।

বাংলা সংস্কৃতি বলয়’র প্রথম সংস্কৃতি হাটের উদ্বোধন করা হয়ে ছে । ভারতের ত্রিপুরার আগরতলার দেবরাম গ্রামে গত রোববার ১০ডিসেম্বর এই হাটের উদ্বোধন করা হয়। বাংলা সংস্কৃতি বলয়’র প্রথম সংস্কৃতি হাটে র উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা রাজ্যের মুখ্যমুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ।

এসময় উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী , তথ্য ও সংস্কৃতি সচিব পি কে চক্রবর্তী , বাংলা সংস্কৃতি বলয় এর বিশ্বকমিটির সভাপতি শ্রীসেবক ভট্টাচার্য, মহাসচিব কাজী মাহতাব
সুমন সহ বাংলা সংস্কৃতি বলয় এর স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্দ । এর আগে শনিবার ৯ ডিসেম্বর বাংলা সংস্কৃতি বলয়’র বিশ্বকমিটি’র দ্বিতীয় অধিবেশন বসে
ধর্মনগরে । এই উপলক্ষে আয়োজিত হয় ধামাইল উসব।

উল্লেখ্য গত জুনে কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়’র বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। গত অগাস্ট মাসে কলকাতায় প্রথম অধিবেশন বলয়’র মুখ্য পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন
বাহার এমপি’র উপস্থিতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়।

জামাল হোসাইন ভূঁইয়া/ অননিউজ

আরো দেখুনঃ