বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জ ও নানসর মাদ্রাসা মোড়সহ বিভিন্ন হাট-বাজারে রাস্তার মোড়ে মোড়ে রোববার সারাদিন ব্যাপী আইকন মানবকল্যান সেবা সংস্থার উদ্যোগে বিভিন্ন এলাকার গরিব, অসহায় ও দুস্থ পরিবারের নারী-পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সংস্থার নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা জ্যৈষ্ঠ সদস্য তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য সেকেন্দার আলী, সংরক্ষিত নারী সদস্য হাসিনা বানু, সেনা সদস্য ওহিদুল ইসলাম, মাষ্টার রাশেদুল ইসলাম, ডাক্তার দুলাল হোসেন, সংস্থার সহকারি পরিচালক আলমগীর হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক ফরিদ হোসেন, ব্যবস্থাপক আশাদুল ইসলাম, জাবেদ আলী, মিজানুল রহমান, নাদিম মোস্তাফা ও ইমরান আলী প্রমূখ।
এফআর/অননিউজ