বাগমারায় আত-তিজারা হজ কাফেলার আয়োজনে হাজীদের নিয়ে ১২ তম হাজী পুনর্মিলনী অনুষ্ঠান- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জস্থ আত-তিজারা অডিটোরিয়ামে পবিত্র হজে¦র গুরুত্ব তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন- আত-তিজারা গ্রæপ অফ কোম্পানীজ এর চেয়ারম্যান আলহাজ¦ মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাগমারা আসনে জামায়াতের এমপি প্রার্থী ও ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক বিশিষ্ট সমাজসেবক ডা. আব্দুল বারী, পুঠিয়া-দুর্গাপুর আসনে জামায়াতের এমপি প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নুরুজ্জামান লিটন, যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদের বাগমারা প্রতিনিধি আলহাজ¦ আবু বাককার সুজন, অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জামায়াতের রাজশাহী জেলা শাখার মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, অধ্যক্ষ মজনু মোহাম্মদ, সাবেক অধ্যক্ষ কাজী সাফিউল আলম, উপাধ্যক্ষ আবু ইমরান মোহাম্মদ জিয়াউর রহমান, উপাধ্যক্ষ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আবু সামা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আত-তিজারা গ্রæপ অফ কোম্পানীজ এর ডাইরেক্টর অ্যাডমিন শাহাদৎ হোসাইন। আলোচনা সভা শেষে আত-তিজারা হজ¦ কাফেলার পক্ষ থেকে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অলোচনা সভা সমাপ্ত করা হয়। এরপর সকল হাজী ও আমন্ত্রিত অতিথিদের সম্মানে ব্যতিক্রমী পরিবেশনার মাধ্যমে মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।
fi