বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের (আমাসুফ) কার্যালয় উদ্বোধন ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আমাসুফ ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক ও সভাপতি মানসুরুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে- বিভাগীয় সিনিয়র সহসভাপতি হযরত আলী, সাংগঠনিক সম্পাদক এস.এম মাহফুজুর রহমান মারুফ, আইন বিষয়ক সম্পাদক কে.এম ইফতেখার হামিদ শ্যামল, রাজশাহী জেলা সভাপতি খন্দকার লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
বাগমারা উপজেলা আমাসুফ এর নবগঠিত কমিটির সভাপতি এ্যাডভোকেট মিনাউল হক তারেকের সভাপতিত্বে ও সহসভাপতি ফখরুদ্দিন মোহাম্মদ আগা খাঁনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ফাউন্ডেশনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রাজ্জাক, সহসভাপতি প্রভাষক খলিলুর রহমান, সহসভাপতি মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাষ্টার দায়েম উদ্দিন, দপ্তর সম্পাদক মুক্তার হোসেন, প্রচার
সম্পাত আব্দুল মালেক ও মহিলা বিষয়ক সম্পাদক মুক্তি খাতুন প্রমূখ।
শান্ত/অননিউজ