বাগমারায় আইএফআইসি ব্যাংকের মোহনগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহকদের নিয়ে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মোহনগঞ্জ প্রি-ক্যাডেট স্কুল মাঠে আইএফআইসি ব্যাংকের আয়োজনে আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক আলোনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ব্যাংকের মোহনগঞ্জ উপশাখার ইনচার্জ ইরফানুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- গণিপুর ইউপির চেয়ারম্যান এ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, মোহনগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল হুদা, কলেজের সহকারি অধ্যাপক মমতাজুল ইসলাম, প্রধান শিক্ষক মেহেদী হাসান, ব্যাংকের তাহেরপুর শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম ও মার্কেটিং এ্যান্ড সেল্স অফিসার হাবিব মাহবুব প্রমুখ।
এফআর/অননিউজ