বাগমারায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা আ’লীগের আয়োজনে সোমবার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকরে সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী জেলা আ’ লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, সোনাডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, যোগীপাড়া ইউপির চেয়ারম্যান মাজেদুল ইসলাম সোহাগ এ্যাডভোকেট
আফতাব উদ্দিন আবুল, এ্যাডভোকেট সাইফুল ইসলাম রানা, উপজেলা আ’ লীগের সহসভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, যুগ্মসম্পাদক মকবুল হোসেন, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা প্রমূখ।