রাজশাহীর বাগমারায় সন্ত্রাসী হামলায় আহত বন্ধুকে দেখতে এসে খুন হলেন বন্ধু। নিহত ওই বন্ধুর নাম সোহাগ আলী (২৪)। তিনি যশোর জেলার মনিরামপুর এলাকার শরিফ উদ্দিন মিস্ত্রীর ছেলে বলে জানা গেছে। পুলিশ নিহত সোহাগ আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।
জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার ঝিকড়া ইউনিয়নের মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মোনাহার ইসলাম ও একই গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম গাওড়ার সঙ্গে স্থানীয় সাজ্জাদ, রহিদুল ইসলাম, রনি, আসাদুল ও মসলেম আলীসহ কয়েকজন ব্যক্তির সঙ্গে গ্রামের একটি পুকুর ইজারা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে শুক্রবার সকাল ১০ টার দিকে মোনাহার ইসলাম জমিতে সরিষা তুলতে গেলে কয়েকজন সন্ত্রাসী তাকে পিটিয়ে আহত করে। তাকে উদ্ধার করে নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই খবর পেয়ে মোনাহারের বন্ধু সোহাগ আলী তাকে দেখতে ঢাকা থেকে আত্রাই হাসপাতালে যান। সেখান থেকে সিএনজিযোগে তিনি বাগমারায় মোনাহারের বাড়িতে আসেন। কিন্তু গ্রামে বহিরাগত সন্ত্রাসী ঢুকেছে বলে প্রচার করে শুক্রবার রাত ৯ টার দিকে এলাকার কয়েকজন সন্ত্রাসী সোহাগ আলীকে ঘিরেধরে এবং একপর্যায়ে হামলা চারিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। পরে হত্যাকারীরা নিহত সোহাগ আলী সর্বহারা দলের সদস্য বলে প্রচার করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, এই হত্যাকান্ডের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এফআর/অননিউজ