বাগমারা প্রতিনিধি।।
বাগমারায় মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার যাত্রাগাছি ফাজিল মাদ্রাসা মাঠে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। মাড়িয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আসলাম আলী আসকানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মাড়িয়া ইউপির চেয়ারম্যান রেজাউল হক, সোনাডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, বাসুপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাষ্টার লুৎফর রহমান, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান টুকু, উপজেলা আ.লীগের সহসভাপতি এ্যাডভোকেট আফতাব উদ্দিন আবুল ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম প্রমূখ।
এফআর/অননিউজ