রাজশাহীর বাগমারায় বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে ব্যাপক প্রশংসা আর সরকার দলীয় এমপির সমালোচনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের সামবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া হাইস্কুল মাঠে আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে আ.লীগের সমাবেশে দলীয় নেতা-কর্মিরা একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন নিয়ে আলোচনায় ব্যাপক প্রশংসা আর অন্যদিকে রাজশাহী-৪, (বাগমারা) আসনের সরকার দলীয় এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরে সমালোচনা করে বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দ্রæত বিচারের রায় কার্যকর করাও দাবি জানান।
রাজশাহী জেলা আ.লীগের সহসভাপতি ও রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- আ.লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির সদস্য ও জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পি,এম সফিকুল ইসলাম, জেলা আ.লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, তাহেরপুর পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ, তাহেরপুর পৌর আ.লীগের সভাপতি আবু বাক্কার মুরছুর মৃধা, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, শ্রীপুর ইউপির চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, গোবিন্দপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার সুরাত আলী, ঝিকরা ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, বাগমারা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি সহকারি অধ্যাপক এমদাদুল হক, গোবিন্দপাড়া ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আফজাল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য মাসুম মৃধা। এছাড়াও সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউপি ও পৌরসভার জনপ্রতিনিধি বৃন্দ বক্তব্য দেন।