রাজশাহীর বাগমারায় বিল দখল নিয়ে বিরোধের জের ধরে আউচপাড়া ইউনিয়ন আ.লীগের দপ্তর সম্পাদক মফিজ উদ্দিনের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় শুক্রবার পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন- সারোন্দি গ্রামের কাজেম উদ্দিন, আব্দুল আজিজ, উজ্জল হোসেন ও কাইছার আলী কাছর। থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আউচপাড়া ইউনিয়নের নিমাইবিলে মাছচাষ নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্জুর রহমান ও কাজেম উদ্দিনের নেতৃত্বে ৫০-৬০ জন ব্যক্তি ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিশোটা নিয়ে সারোন্দি গ্রামে বিল কমিটির সদস্য মফিজ উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর এবং লুটপাট করে। হামলাকারিদের মারপিটে মফিজ উদ্দিনসহ ১০ জন আহত হয়। এ ঘটনায় মফিজ উদ্দিন বাদি হয়ে শুক্রবার থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।
শান্ত/অননিউজ