বাগমারায় আ.লীগ নেতাসহ ৫ জন গ্রেফতার
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মতিনুর রহমান মতিনসহ ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার সকালে নরদাশ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। বাগমারা থানার ওসি তৈহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সকালে বাগমারা আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে আ.লীগের নেতা-কর্মিরা অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায়। হামলাকারিরা বিএনপি ও জামায়তের কিছু নেতা-কর্মীদের বাড়িঘর ও দোকান ভাংচুর করে। এ সময় বিএনপির কয়েকজন নেতাকে গুলি করে এবং পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এসব ঘটনায় সাবেক এমপি আবুল কালাম আজাদসহ আ.লীগের প্রায় দুই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মোট ছয়টি মামলা হয়। এর মধ্যে আটক মতিনুর রহমান মতিনকে দুটি মামলা গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।