বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার উত্তর একডালা নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। থানার ওসি তৈহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৫ আগস্ট বাগমারা আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আ.লীগের ২০০ শতাধিক নেতা-কর্মী হাতে হাসুয়া, লাঠি, লোহার রড, রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পিস্তল ও ককটেলসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায়। হামলাকারিরা বিএনপি নেতা শিমুল আলীসহ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং গুলি করে হত্যার চেষ্টা করে। এসব হামলার ঘটনায় আহতরা সাবেক এমপি আবুল কালাম আজাদসহ আ.লীগের প্রায় দুই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মোট ছয়টি মামলা করেন। এর মধ্যে আব্দুল আহাদকে দুটি মামলা গ্রেফতার দেখানো হয়েছে।
আই/অননিউজ২৪।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com