বাগমারায় ছাত্র-জনতার কোঠা আন্দোলনে হামলার মামলায় উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। রোববার পুলিশ ভবানীগঞ্জস্থ ওষধের দোকন থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। থানার ওসি তৈহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার কোঠা আন্দোলনে সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলার ঘটনায় থানায় মোট ছয়টি মামলা করেন আহতরা। এর মধ্যে দুটি মামলায় মাজেদুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
একে/অননিউজ24