বাগমারায় ইউএনও’র হস্তক্ষেপে ২১ দিন পর অবরুদ্ধ পরিবার মুক্ত
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের মানবিক হস্তক্ষেপে ২১ দিন পর নিজ বাড়িতে অবরুদ্ধ থাকা পরিবার অবশেষে মুক্ত হয়েছেন।
আবুল কালাম নামে এক ব্যবসায়ীর বসতবাড়ীর দরজার সামনে প্রতিবেশি দুই ভাইয়ের দেওয়া ইটের প্রাচীর ভেঙ্গে রাস্তা ফাঁকা করে দেওয়ার পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই পরিবারের লোকজন বাড়ি থেকে বের হয়েছেন।
জানা গেছে, হেদায়েতীপাড়া মহল্লার স্বর্ন ব্যবসায়ী আবুল কালামের বসতবাড়ির দরজার সামনে প্রতিবেশি ইসরাইল হোসেন ও তার ভাই শরিফুল ইসলাম ইট গেঁথে প্রাচীর দিয়ে ওই বাড়িতে প্রবেশের পথ বন্ধ করে দেন। এ কারণে ওই পরিবারের লোকজন বাড়ি থেকে বের হতে না পারায় ২১ দিন ধরে নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন।
এই ঘটনায় সোমবার দৈনিক সোনালী সংবাদ ও জনপ্রিয় মাল্টিমিডিয়া অননিউজ টুয়েন্টিফোর ডটকম এ একটি সচিত্র সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ইসরাইল হোসেনকে আটক করে হেফাজতে নেওয়া হয়। এরপর ইসরাইল হোসেনের পরিবারের পক্ষ থেকে ওই বসতবাড়ির দরজার সামনে ইটের প্রাচীর ভেঙ্গে সরিয়ে নেওয়া হলে অবরুদ্ধ ওই পরিবার মুক্ত হয়। পরে আটক হওয়া ইসরাইল হোসেনকে ছেড়ে দেওয়া হয়।