বাগমারায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা শিশু পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মোমিন, সোনাডাঙ্গা ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক ও বাসুপাড়া ইউপির চেয়ারম্যান লুৎফর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে উন্নয়ন মেলায় ব্যতিক্রমী প্রদর্শনীর জন্য বাগমারা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মোমিনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান।