বাগমারায় এক ব্যবসায়ীকে সপরিবারে পুড়িয়ে মেরে ফেলার হুমকি

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার ভবানীগঞ্জ নিউমার্কেটের স্বর্ণ ব্যবসায়ী আবুল কালামকে সপরিবারে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ওই স্বর্ণ ব্যবসায়ী জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভবানীগঞ্জ পৌরসভার হেদায়েতীপাড়া মহল্লার স্বর্ন ব্যবসায়ী আবুল কালামের বসতবাড়ির দরজার সামনে প্রতিবেশি ইসরাইল হোসেন ও তার ভাই শরিফুল ইসলাম ইট গেঁথে প্রাচীর দিয়ে ওই বাড়িতে প্রবেশের পথ বন্ধ করে দেন।

এ কারণে ওই পরিবারের লোকজন বাড়ি থেকে বের হতে না পারায় ২১ দিন ধরে নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন। এই ঘটনায় দৈনিক সোনালী সংবাদে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ইসরাইল হোসেনকে আটক করে তার পরিবারের পক্ষ থেকে ওই বাড়ির দরজার সামনে থেকে ইটের প্রাচীর ভেঙ্গে সরিয়ে নেওয়া হলে অবরুদ্ধ ওই পরিবার মুক্ত হয়। পরে আটক হওয়া ইসরাইল হোসেনকে ছেড়ে দেওয়া হলে সে বাড়িতে আসার পরই সে এবং তার ভাই শরিফুল ইসলাম ওই স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে আগুন দিয়ে সপরিবারে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেয়।

থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুনঃ