বাগমারায় এতিমের লীজ নেওয়া পুকুর দখল করল নয়া বিএনপি নেতা

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারায় এক নয়া বিএনপি নেতার বিরুদ্ধে আপন কুমার নামে এক এতিম মাছচাষীকে খুন-জখমের হুমকি দিয়ে তার লীজ নেওয়া পুকুর দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে ওই ভুক্তভোগী এতিম মাছচাষী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বড় বহিানালী ইউনিয়নের বড় বিহানালী গ্রামের মৃত রঘুনাথ সরকারের এতিম ছেলে আপন কুমার তার বসতবাড়ি সংলগ্ন বড় বিহানালী মৌজায় ৪৪৪ নং খতিয়ানের ৫৭১৫ দাগে ৬০ একর ভিপি পুকুর সর্বশেষ বাংলা ১৪৩১-১৪৩৩ সন পর্যন্ত লীজ নবায়ন করে শান্তিপূর্ণভাবে মাছ চাষ করে আসছিলেন। ওই পুকুরের মধ্যে আপন কুমার ও তার ভাগভাগিদের প্রায় ৩০ একর জমি ভেঙ্গে গিয়ে পুকুরের মধ্যে একিভুত অবস্থায় রয়েছে। লীজ গ্রহিতা আপন কুমার ওই পুকুরে প্রায় দেড় লক্ষ্যাধিক টাকার মাছের পোনা অবমুক্ত করে মাছ চাষ করে আসছিলেন। কিন্তু গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বড় বিহানালী গ্রামের নয়া বিএনপি নেতা আলহাজ¦ আবুল হোসেন, উজ্জল হোসেন ও জিয়ারুল ইসলাম জিয়ার নেতৃত্বে স্থানীয় কিছু লোকজন ওই পুকুরের মধ্যে বাঁশের খুঁটি দিয়ে পুকুরটি জবর দখল করে নেয়। লীজ গ্রহিতা আপন কুমার তার লীজ নেওয়া ওই পুকুরে চাষ করা মাছের পরিচর্যা ও মাছের খাবার সরবরাহ করতে গেলে তাকে হাত-পা ভেঙ্গে খুন-জখমের হুমকি দেওয়া হয়। এই অবস্থায় জীবনের নিরাপত্তার অভাবে আপন কুমার তার লীজ নেওয়া পুকুরে মাছের পরিচর্যা ও মাছের খাবার সরবরাহ করতে পারছেন না। এ বিষয়ে অভিযুক্ত আলহাজ¦ আবুল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ পাঁচ বছর যাবৎ আপন কুমার ওই পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলো। তবে গণঅভ্যুত্থানের পর গ্রামবাসী একজোট হয়ে পুকুরটি আপন কুমারের কাছে থেকে দখলমুক্ত করে নেয় বলে তিনি স্বীকার করেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

fi

আরো দেখুনঃ